রাজবাড়ী টুডে ডট কম,ডেস্ক:তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০০ রান হয়ে গেল তাঁর। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তাঁর এই রান।
আন্তর্জাতিক ক্রিকেটে এমন কীর্তি গড়েছেন অনেকে। তবে এত দিন ধরে খেলে আসা ক্রিকেটে এত হাজার হাজার ব্যাটসম্যান খেলেছেন, সেই তুলনায় সংখ্যাটা তামিমের জন্য গর্ব করার মতোই। তামিম যে ৮৯তম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজারের মাইলফলক পেরোলেন।
দিনটা তামিম স্মরণীয় করে রাখলেন মোট রানে কপিল দেবকে পেরিয়ে গিয়ে। সাবেক ভারতীয় কিংবদন্তি অলরাউন্ডার তাঁর রান ৯ হাজার ৩১ রান করেছিলেন। আজ ৪৭ রান করেই তামিম পেরিয়ে যান তাঁকে। এই প্রতিবেদন লেখার সময় অপরাজিত ছিলেন ৭০ রানে।
বলা বাহুল্য, এই তালিকার শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার (৩৪৩৫৭ রান)। ২৮ হাজার ১৬ রান নিয়ে এর পরে আছেন কুমার সাঙ্গাকারা। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজারের বেশি রান আছে আর তিনজনের। রিকি পন্টিং (২৭৪৮৩), মাহেলা জয়াবর্ধনে (২৫৯৫৭) ও জ্যাক ক্যালিস (২৫৫৩৪)।