ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রামকান্তুপুর ইউয়িনের মোহনশাহ’র বটতলার গোল চত্বর এর উদ্বোধন রাজবাড়ীতে মাদকদ্রব্যর অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ও আলোচনা সভা রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী মোজাম্মেল আটক রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প (ফেইজ-২) বাস্তবায়ন বিষয়ক সাধারণ সমন্বয় সভা সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে-প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী রামকান্তপুর ইউনিয়ন ও পৌর নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোহেল রানা। ঈদুল ফিতর’ উপলক্ষে চন্দনী ইউনিয়বাসীর সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও অনাবিল আনন্দ কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন-শাহিনুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা মীর সজল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকেঈদের শুভেচ্ছা কাজী ইরাদত আলীর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

গোয়ালন্দে গাভীর জময বাছুর, অারেক গাভী দুধ দিচ্ছে বাছুর ছাড়াই

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬
  • ৫৬৯ ভিউয়ের সময়

মোঃ মাহ্ফুজুর রহমান, রাজবাড়ী টুডে ডট কম: রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বদিউজ্জামান পাড়া এলাকার মজিবর মাষ্টারের একটি গাভী দুটি জমজ বাছুর জন্ম দিয়েছে। বাছুর দুটি একই সাথে মায়ের দুধ পান করছে।

অপর দিকে একই উপজেলার ছোটভাকলা ইউনিয়ন চর বালিয়াকান্দী বাড়ইডাঙ্গা গ্রামের সনদ বিশ্বাসের একটি গাভী বাচ্চা জন্ম দেয়ার আগেই দুধ দিতে শুরু করেছে।

বদিউজ্জামান পাড়া মজিবর মাষ্টারের বাড়ীতে গিয়ে জানা গেছে, চলতি মাসের ১৭ তারিখ আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে তার গাভীটি দুটি বাছুর প্রসব করে। এটি তার গাভীর দ্বিতীয় বাচ্চা প্রসব।

এ ব্যপারে মজিবর মাষ্টার জানান, ‘প্রথম বার প্রসবের আগে গাভীটির পেটে বাচ্চা থাকা অবস্থায় একাটানা ৬/৭ মাস পর্যন্ত প্রতিদিন ৭/৮ কেজি করে দুধ দিতো। আর এবার গাভীটি দুটি বাচ্চা দিলো, সবই আল্লাহর ইচ্ছার প্রতিফলন।’

অপর দিকে, বাচ্চা দেয়ার আগেই দুধ দিতে শুরু করেছে আরেকটি গাভী। প্রতিদিন ৪/৫ কেজি করে দুধ দিয়ে আসছে গাভীটি। উপজেলার ছোটভাকলা ইউনয়নের চরবালিয়াকান্দী গ্রামে সনদ বিশ্বাসের বাড়ীতে গিয়ে এমনি এক আশ্চর্য ঘটনা চোখে পড়ে। এসময় গৃহকর্ত্রী মিনু বিশ্বাসকে ব্যস্ত দেখা যায় দুধ সংগ্রহে। জানা গেছে, গত ৩ বছর আগে ২৮ হাজার টাকায় গাভীটি ক্রয় করেন তারা।

সনদ বিশ্বাসের স্ত্রী মিনু বিশ্বাস জানান, ‘বর্তমানে গাভীটি ৮ মাসের গর্ভবতী। গাভীটির পেটে বাচ্চা ধারণ করার তিন মাস পর একদিন হঠাৎ বান থেকে দুধ চুয়ে পড়তে দেখা যায়। এসময় আমরা খুবই চিন্তি হয়ে পড়ি। পরে উপজেলা পশু হাসপালের ডাক্তারকে খবর দেই।’

এরপর গোয়ালন্দ উপজেলা পশু হাসপাতালের ডাঃ পলাশ কান্তী বাচ্চা ছাড়াই দুধ দেওয়া গাভিটি দেখতে যান। তিনি জানান, দুধ সংগ্রহের (দোহন) সময় গাভীর সামনে বাছুর না থাকলে দুধ সংগ্রহে ব্যাঘাত ঘটে। তারপরও গাভী থেকে দুধ সংগ্রহ করতে হবে। প্রাকৃতিক নিয়মেই প্রসবের আগে গাভীটির শরীরে অতিরিক্ত দুধ জমতে শুরু করেছে।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বরুণ কুমার দত্ত জানান, দুটি ঘটনাই প্রাকৃতির কারণে ঘটেছে। একটি পূর্ণবয়স্ক গাভীর ডিম্বাশয়ে স্বাভাবিক নিয়মে প্রতি ২১ দিন পর একটি করে ডিম্বানু তৈরী হয়। এটাকে গাভীর গরম হওয়ার প্রিয়ড বলে। গরম হওয়া প্রিয়ডে প্রাকৃতিক নিয়মে গাভীর ডিম্বাশয়ে যদি একের অধিক ডিম্বানু সৃষ্টি হয় আর এ সময় ষাড়ের শুক্রানুর সমন্ময় ঘটে তাহলে এ ধরনের জমজ বাছুর জন্ম হয়ে থাকে। আবার গাভী গর্ভবতী থাকা কালীন সময়ে Estrogen and Progesteron হরমন এর প্রভাবে অগ্রীম দুধ দানের ঘটনা ঘটতে পারে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

Meraj Gazi

জনপ্রিয় পোস্ট

রামকান্তুপুর ইউয়িনের মোহনশাহ’র বটতলার গোল চত্বর এর উদ্বোধন

গোয়ালন্দে গাভীর জময বাছুর, অারেক গাভী দুধ দিচ্ছে বাছুর ছাড়াই

আপডেটের সময় : ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬

মোঃ মাহ্ফুজুর রহমান, রাজবাড়ী টুডে ডট কম: রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বদিউজ্জামান পাড়া এলাকার মজিবর মাষ্টারের একটি গাভী দুটি জমজ বাছুর জন্ম দিয়েছে। বাছুর দুটি একই সাথে মায়ের দুধ পান করছে।

অপর দিকে একই উপজেলার ছোটভাকলা ইউনিয়ন চর বালিয়াকান্দী বাড়ইডাঙ্গা গ্রামের সনদ বিশ্বাসের একটি গাভী বাচ্চা জন্ম দেয়ার আগেই দুধ দিতে শুরু করেছে।

বদিউজ্জামান পাড়া মজিবর মাষ্টারের বাড়ীতে গিয়ে জানা গেছে, চলতি মাসের ১৭ তারিখ আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে তার গাভীটি দুটি বাছুর প্রসব করে। এটি তার গাভীর দ্বিতীয় বাচ্চা প্রসব।

এ ব্যপারে মজিবর মাষ্টার জানান, ‘প্রথম বার প্রসবের আগে গাভীটির পেটে বাচ্চা থাকা অবস্থায় একাটানা ৬/৭ মাস পর্যন্ত প্রতিদিন ৭/৮ কেজি করে দুধ দিতো। আর এবার গাভীটি দুটি বাচ্চা দিলো, সবই আল্লাহর ইচ্ছার প্রতিফলন।’

অপর দিকে, বাচ্চা দেয়ার আগেই দুধ দিতে শুরু করেছে আরেকটি গাভী। প্রতিদিন ৪/৫ কেজি করে দুধ দিয়ে আসছে গাভীটি। উপজেলার ছোটভাকলা ইউনয়নের চরবালিয়াকান্দী গ্রামে সনদ বিশ্বাসের বাড়ীতে গিয়ে এমনি এক আশ্চর্য ঘটনা চোখে পড়ে। এসময় গৃহকর্ত্রী মিনু বিশ্বাসকে ব্যস্ত দেখা যায় দুধ সংগ্রহে। জানা গেছে, গত ৩ বছর আগে ২৮ হাজার টাকায় গাভীটি ক্রয় করেন তারা।

সনদ বিশ্বাসের স্ত্রী মিনু বিশ্বাস জানান, ‘বর্তমানে গাভীটি ৮ মাসের গর্ভবতী। গাভীটির পেটে বাচ্চা ধারণ করার তিন মাস পর একদিন হঠাৎ বান থেকে দুধ চুয়ে পড়তে দেখা যায়। এসময় আমরা খুবই চিন্তি হয়ে পড়ি। পরে উপজেলা পশু হাসপালের ডাক্তারকে খবর দেই।’

এরপর গোয়ালন্দ উপজেলা পশু হাসপাতালের ডাঃ পলাশ কান্তী বাচ্চা ছাড়াই দুধ দেওয়া গাভিটি দেখতে যান। তিনি জানান, দুধ সংগ্রহের (দোহন) সময় গাভীর সামনে বাছুর না থাকলে দুধ সংগ্রহে ব্যাঘাত ঘটে। তারপরও গাভী থেকে দুধ সংগ্রহ করতে হবে। প্রাকৃতিক নিয়মেই প্রসবের আগে গাভীটির শরীরে অতিরিক্ত দুধ জমতে শুরু করেছে।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বরুণ কুমার দত্ত জানান, দুটি ঘটনাই প্রাকৃতির কারণে ঘটেছে। একটি পূর্ণবয়স্ক গাভীর ডিম্বাশয়ে স্বাভাবিক নিয়মে প্রতি ২১ দিন পর একটি করে ডিম্বানু তৈরী হয়। এটাকে গাভীর গরম হওয়ার প্রিয়ড বলে। গরম হওয়া প্রিয়ডে প্রাকৃতিক নিয়মে গাভীর ডিম্বাশয়ে যদি একের অধিক ডিম্বানু সৃষ্টি হয় আর এ সময় ষাড়ের শুক্রানুর সমন্ময় ঘটে তাহলে এ ধরনের জমজ বাছুর জন্ম হয়ে থাকে। আবার গাভী গর্ভবতী থাকা কালীন সময়ে Estrogen and Progesteron হরমন এর প্রভাবে অগ্রীম দুধ দানের ঘটনা ঘটতে পারে।