দেবাশিষ বিশ্বাস(রাজবাড়ী টুডে): রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে শুক্রবার বিকালে গড়াই নদীতে গোসল করতে গিযে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
কোনাগ্রামের আব্দুল আজিজ মহাজন জানান, ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যিলয়ের অনার্সের শিক্ষার্থী দ্বিপ্ত(২০) গ্রামের বাড়ীতে বেড়াতে আসে। বিকালে বন্ধুদের সাথে গড়াই নদীতে গোসল করতে যায়। এসময় দ্বিপ্ত নদীর পানিতে ডুবে যায়। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। তার পিতার নাম দেবেন্দ্রনাথ বিশ্বাস। বাড়ী কোনাগ্রামে। তারা ঢাকায় থাকে। ঈদের ছুটিতে গ্রামে এসেছিলো দ্বিপ্ত।
একই এলাকায় সৌরভ (৭) পাশেই গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়। তার পিতার নাম সুজন মুন্সী। বাড়ী কোনাপাড়ায়। তারা উপজেলার বহরপুরে বসবাস করেন। একই এলাকায় দুজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।