রাজবাড়ী টুডে: ঈদ যাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে যাত্রী ভোগান্তি কমছে না। আজ শনিবার সকাল ১১টা পর্যন্ত রুটের উভয় ঘাটে পাড়ের অপেক্ষায় অন্তত ৯ শতাধিক যানবাহন আটকে রয়েছে বলে জানিয়েছে ঘাট সূত্র। আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান ও দৌলতদিয়া ঘাটের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম এ তথ্য জানান।
ঘুরমুখো মানুষের স্রোতে পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় বেলা বাড়ার সঙ্গে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। সকাল ১০টা পর্যন্ত ছোট-বড় মিলিয়ে ৫ শতাধিক যানবাহনের জট তৈরি হয়েছে।
এদিকে, দৌলতদিয়া ঘাটেও গরুবাহী ট্রাকসহ ছোট-বড় মিলিয়ে ৪ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তবে ৪টি ঘাট সচল থাকলেও প্রচণ্ড স্রোতের কারণে ফেরি ভিড়তে সমস্যা হচ্ছে। এ রুটে বর্তমানে ছোট ও বড় আকারের মোট ১৫টি ফেরিতে যানাবাহন পারাপার করা হচ্ছে।
দৌলতদিয়া অংশেও যানজটে দুর্ভোগ চরমে উঠেছে ঢাকাগামী পরিবহনের যাত্রী ও চালকদের।
দৌলতদিয়ায় ৪টি ফেরি ঘাটের দুটি থেমে থেমে কাজ করছে বলেই এই সংকট দেখা দিয়েছে। ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন, তীব্র স্রোতে মাঝে মধ্যেই ঘাটের পল্টুনের নিচের মাটি নদীগর্ভে চলে যাচ্ছে। এতে সেটি মেরামত করতে সময় লাগে। আবার স্রোতের কারনেও ফেরিগুলো ঘাটে ভিড়তে সমস্যা হচ্ছে।
ছবি: মাহফুজুর রহমান-রাজবাড়ী টুডে।