স্টাফ রিপোর্টার(রাজবাড়ী টুডে-সকাল:১১:৩০): রাজধানী থেকে দেশের দক্ষিণপশ্চিমাঞ্চল যোগাযোগের অন্যতম মাধ্যমে দৌলতদিয়া- পাটুরিয়ার দুইপাড়ে আটকে আছে শত শত যানবাহন। এতে মূলত থমকে আছে পাটুরিয়া-দৌলতদিয়ার দুইপাড়।
পাটুরিয়া ঘাটে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। রাস্তার উভয় পাশেই যানবাহন থাকায় স্থবির হয়ে পড়েছে পাটুরিয়া ঘাট এলাকা। বাস যাত্রীরা জানান, ভোররাত থেকে তারা অপেক্ষা করছেন কিন্তু একটু চলে আবার থামে। কখন ঘাটে পৌছাবেন সেই চিন্তায় যাত্রীরা।
এদিকে, ঘাটে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা রাজবাড়ী টুডে’কে জানান, ঈদ উপলক্ষে গাড়ির চাপ বেশি থাকায় এই সমস্যা দেখা দিয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে তারা কাজ করছেন বলে জানান।
এদিকে, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটেও একই অবস্থা। ঘাট থেকে গোয়ালন্দ বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। রাস্তার দুই লেনেই গাড়ি থাকায় পুরো সড়কেই আটকে আছে শত শত যানবাহন। বিশেষ করে গরুবাহী ট্রাক নিয়ে চরৃ বিপাকে পড়েছেন ব্যাপারীরা।
গরু নিয়ে ঢাকাগামী হাসমত বিশ্বাস জানান, ‘ এবার আর ঢাকায় নয়, যানজটের কারনে মনে হচ্ছে এখানেই ঈদ করতে হবে।’
একই সাথে লোকাল বাস ও অন্যান্য যানবাহন চলতে না পারায়, স্বল্প দূরত্বের যাত্রীরা আছেন বিপাকে। পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকেই।